এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলা দলিত পরিষদের আয়োজনে ও পরিত্রাণের বাস্তবায়নে বিশ্ব মর্যাদা দিবস উপলক্ষে বৃহস্পতিবার বর্ণাঢ্য র্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দলিত পরিষদের সাধারণ সম্পাদক সুজন দাসের সভাপতিত্বে ও কেন্দ্রীয় দলিত পরিষদ নেতা উজ্জ্বল দাসের সঞ্চালনায় আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. মিলন মিত্র, সিপিবির সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাস, বিকাশ দাস, উপজেলা দলিত পরিষদের সভাপতি অসীম দাস ও সাবেক সাধারণ সম্পাদক শংকর দাস।