এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলা পরিষদের বাস্তবায়নে এবং উপজেলা কৃষি ও সেচকমিটির আয়োজনে বিষমুক্ত সবজি চাষ ও বালাই ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ রবিবার দিনব্যাপী উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেকের সভাপতিত্বে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)-এর সহায়তায় প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা ও স্থনীয় সরকার বিভাগের প্রতিনিধি দুলাল দেবনাথ। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন ও সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মান্নান।