এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কাযালয়ের আয়োজনে বেগম রোকেয়া দিবস-২০১৭ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার কানিজ ফাতেমা শেফার পরিচালনায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখ আবু শাহীন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, অধ্যাপিকা রেবা ভৌমিক ও পৌর কাউন্সিলর মনিরা খানম।