কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর উপজেলার ত্রিমোহিনী বাজারে বৃহস্পতিবার দুপুরে ব্যাংক এশিয়া এজেন্ট আউলেট শাখা উদ্বোধন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ফিটা কেটে ব্যাংক এশিয়া এজেন্ট আউলেট শাখার উদ্বোধন করেন ব্যাংক এশিয়া লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট রুহুল মতিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন দফাদার ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ব্যাংকের জোনাল ম্যানেজার তুহিনুর ইকবাল সরদার, ম্যানেজার গোবিন্দ কুমার বিশ্বাস ও ব্যাংকের এজেন্ট রাবিউল ইসলাম রবি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ত্রিমোহিনী ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম, সাতবাড়িয়া ইউপির প্যানেল চেয়ারম্যান জয়নাল হোসেন, প্রধান শিক্ষক বিকর্ন কুমার ঘোষ, মাওলানা তরিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কালীপদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংক এশিয়ার সুপারভাইজার লিকো আহম্মেদ।