এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে ভাটার মালিকের বিরুদ্ধে দলিত সম্প্রদায়ের পৈত্রিক সম্পত্তি থেকে জোর করে মাটি কাটার অভিযোগ পাওয়া গেছে।
কেশবপুর পৌরসভা বরাবর লিখিত অভিযোগে জানাগেছে, পৌরসভার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত শান্তিরাম দাসের পূত্র কুমারেশ চন্দ্র দাসের ৩৪ শতক পৈত্রিক সম্পত্তির দক্ষিণ পাশের ৭০ ফুট লম্বা অংশ থেকে পাশ্ববর্তী ভাটার মালিক নজরুল ইসলাম খান ও আয়ুব খান গতকাল শ্রমিক ও ড্রেজার মেশিন দিয়ে জোর পূর্বক মাটি কেটে নিয়ে ভাটার কাজে ব্যবহার করছে। যার ফলে ঐ জমি থেকে বিভিন্ন প্রজাতির গাছ ও মাছের ঘেরের ৩ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। এব্যাপরে জমির মালিক কুমারেশ চন্দ্র দাস জানান, মাটি কাটতে বাঁধা দেওয়ায় ভাটা মালিকরা তাকে জীবন নাশের হুমকী প্রদান করে। বাধ্য হয়ে তিনি পৌরসভায় লিখিত অভিযোগ করেছেন। এভাপারে পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বিষয়টি তদন্ত করার জন্য পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল ও পৌর কাউন্সিলর মফিজুর রহমান খানের উপর দায়িত্ব অর্পণ করেছেন।