রাজীব চৌধুরী,কেশবপুরঃ যশোরের কেশবপুরে মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শহরের নতুন উপজেলা সড়কেরে পাশে অবস্থিত ঢাকা বেকারীর কারখানায় মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঢাকা বেকারীর কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারীর খাদ্য সামগ্রী তৈরির অপরাধে মালিক সুবুজ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন এবং একই সড়কে অবস্থিত বিল্লাল হোটেলের কাগজপত্র ঠিক না থাকা এবং খাদ্য মূল্য তালিকা না পাওয়ায় মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেন।