এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে ভ্রাম্যমান আদালত ২ মাদক সেবনকারীকে ৬ মাস করে কারাদন্ড দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান কেশবপুর থানার এ এস আই শ্যামল সরকার পুলিশ ফোর্স নিয়ে কেশবপুর কলেজ গেটের পাশে মাদকসেবী উপজেলার দেউলি গ্রামের আতিয়ার রহমানের ছেলে দেলোয়ার হোসেন(৩০) ও হিজলতলা গ্রামের মৃত-মোজাহার সরদারের ছেলে তজিবর সরদার(৪০) কে মাদকসেবন করা অবস্থায় আটক করে। এ সময় ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান ভ্রাম্যমান আদালত বসিয়ে দু‘জনকে ৬ মাস করে কারাদন্ডাদেশ প্রদান করেন। তাদেরকে যশোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।