এস আর সাঈদ, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে মৎস্য ও পশু খাদ্য বিক্রির বৈধ কাগজপত্র না থাকার অপরাধে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত । রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম আরাফাত হোসেন রবিবার বিকালে উপজেলার আওয়ালগাঁতী বাজারে মৎস্য ও পশু খাদ্য বিক্রির বৈধ কাগজপত্র না থাকার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মৎস্য ও পশু খাদ্য ব্যবসায়ী মিজানুর রহমানকে দশ হাজার এবং আবুল কালামকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।