রাজীব চৌধুরী,কেশবপুরঃ যশোর জেলার কেশবপুর উপজেলার ১০ নং সাতবাড়িয়া ইউনিয়নে মানব পাচার প্রতিরোধে করণীয় বিষয়ক মতবিনিময় সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সভাকক্ষে মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচী, ব্র্যাক এর আয়োজনে “ডিসরাপটিং ক্রস বর্ডার ট্রাফিকিং নেটওয়ার্কস ইন যশোর,বাংলাদেশ” প্রকল্পের আওতায় ও চিলড্রেন ইনভেস্টমেন্ট ফান্ড ফাউন্ডেশন( সি আই এফ এফ) এর অর্থায়নে এটি অনুষ্ঠিত হয়।সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃসামছুদ্দীন দফাদারের সভাপতিত্বে ও ব্র্যাক মাইগ্রেশন কর্মসূচি, যশোর এর ট্রেনিং অফিসার মোঃআজিমুল হকের সঞ্চালনায় মানব পাচার প্রতিরোধে করণীয় বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি,ব্র্যাক কেশবপুরের এইচ.আর.এল.এস অফিসার মোঃ আকরাম হোসেন,সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআমজাদ হোসেন,ইউপি সদস্য মোঃকামরুজ্জামান(টিটো)। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক জি. এম হোসেন,সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের সচিব প্রভাত কুমার সিংহ,ইউপি সদস্যবৃন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক/ শিক্ষিকা, বিশিষ্ট ব্যক্তি,সাংবাদিক,মসজিদের ইমাম,ধর্মীয় নেতা,বিবাহ রেজিস্ট্রার,আনসার ভিডিপি কমান্ডার,সমাজকর্মী প্রমুখ ব্যক্তিবর্গ।