এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে শুক্রবার সকালে ২ কোটি ২০ লাখ টাকা ব্যায়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রকৌশলী মুনছুর রহমানের সভাপতিত্বে ও শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় শহরের মহিলা মাদ্রাসার সম্মুখে প্রধান অতিথি হিসাবে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোরের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল আলম সিদ্দিকী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, পৌর মেয়র রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, জেলা পরিষদ সদস্য হাসান সাদেক, জেলা পরিষদ সদস্য সোহরাব হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, হিসাব রক্ষক আব্বাস উদ্দীন, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদার, পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সহ-দপ্তর সম্পাদক মনোজ তরফদার, গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাঈদুর রহমান সাঈদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক খন্দকার আব্দুল আজিজ প্রমুখ।
অপরদিকে শুক্রবার দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা গ্রামে গণসংযোগ করেন। গণসংযোগ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার, শিক্ষক সুপ্রভাত বসু, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু প্রমুখ।