এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরের সদর ইউনিয়নের ৭ নং বালিয়াডাঙ্গা ওয়ার্ডে করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে কর্মহীন অতিদরিদ্র ১ শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে নিজস্ব তহবিল থেকে চাউল, ডাউল, তেল, আলু, পেয়াজ, সাবান, লবণ-সহ খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নিরাপদ দাসের পূত্র বিশিষ্ট ব্যাবসায়ী পরিমল দাস। পরিমল দাসের বাড়ির সম্মুখে উক্ত খাদ্যসামগ্রী বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য কামরুজ্জামান কামাল, পরিমল দাসের স্ত্রী লিপিকা রানী দাস, পূত্র সোহাগ দাস, কন্যা সোগাগী দাস প্রমুখ।