কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুরে শহীদ মুক্তিযোদ্ধা বাবর আলীর পরিবার মানবেতর জীবন-যাপন করছে।
জানাগেছে, উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত জোহর সরদারের পূত্র বাবর আলী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে যশোরের পালবাড়ি মোড়ে পাকিস্তানি সৈন্যদের হাতে শহিদ হন। পরবর্তীতে দেশ স্বাধীন হলে মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের বে-সামরিক গেজেটে তার নাম অর্ন্তভুক্ত হলেও সরকারীভাবে তার পরিবার কোন সূযোগ-সুবিধা পাইনি। শুধুমাত্র শহীদ মুক্তিযোদ্ধা বাবর আলীর নামে কেশবপুরে বালিয়াডাঙ্গায় একটি সড়কের নামকরণ করা হয়েছে। বর্তমানে শহীদ মুক্তিযোদ্ধা বাবর আলীর পূত্র শহিদুল ইসলাম তার স্ত্রী ও ২ কন্যাকে নিয়ে অর্ধাহারে অনাহারে মানবেতর জীবন-যাপন করছে।