কেশবপুর (যশোর) প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে সারাদেশের ন্যায় কেশবপুরে চলছে লকডাউন। উপজেলা প্রশাসন ও থানা পুলিশ যৌথভাবে সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। লকডাউন অমান্য করে ব্যাবসা-প্রতিষ্ঠান খোলায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত বসিয়ে ব্যাবসায়ীদের জরিমানাও করছেন।
এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে তরুণ সমাজসেবক শারমিন মল্লিক তার নিজস্ব উদ্যোগে শুক্রবার সকালে কেশবপুর শহরে মাস্ক বিতরণ করেছেন। মাস্ক বিতরণকালে তরুণ সমাজসেবক শারমিন মল্লিক করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সরকারী নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।