রাজীব চৌধুরী,কেশবপুরঃ যশোরের কেশবপুরে রুখসানা ইসলাম শিল্পীর সহযোগীতায় ও “দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা”এর উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।এছাড়া মানবিক ছোট্ট শিশুবন্ধু তানভীর এর সহযোগিতায় দুঃস্থ, অসহায়,গরিব মেধাবী শিশুদের মাঝে শীতের পোষাক বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে”দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থা” র প্রধান কার্যালয়ে ৩৪ জনের মাঝে শীতবস্ত্র ও শীতের পোষাক বিতরণ করা হয়। শীতবস্ত্র ও শীতের পোষাক বিতরণের সময় উপস্থিত ছিলেন “দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার” পরিচালক মোঃ হারুনার রশীদ বুলবুল। আরও উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা ও কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মোঃআশরাফুজ্জামান,সংস্থার উপদেষ্টা ও কেশবপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ দত্ত প্রমুখ। “দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার” কার্যক্রম দেখে রুখসানা ইসলাম শিল্পী ও মানবিক ছোট্ট শিশুবন্ধু তানভীর শীতবস্ত্র ও শীতের পোষাক বিতরণে সহযোগীতা করে। “দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার” পরিচালক মোঃ হারুনার রশীদ বুলবুল বলেন, বাংলাদেশ এবং প্রবাসী বাংলাদেশীদের সাহায্যে এই সংস্থার কার্যক্রম সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। শিশু স্বাস্থ্য, শিশু শিক্ষা, শিশুদের শিক্ষা থেকে ঝরে পড়া রোধ, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং রোধসহ প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে “দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার” পরিচালক মোঃ হারুনার রশীদ বুলবুল ইতিমধ্যে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অনেক পুরস্কার পেয়েছেন। দুঃস্থ শিশুদের শিক্ষার উন্নয়ন ঘটাতে তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।