কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ কেশবপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক ও দৈনিক ম্পন্দন পত্রিকার গৌরীঘোনা প্রতিনিধি গৌতম চট্টোপাধ্যায়ের উপর হামলার চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। কেশবপুর থানায লিখিত অভিযোগে জানাগেছে, সোমবার রাত সাড়ে ৯ টার দিকে একদল স্বশস্ত্র মুখোসধারী উপজেলার সন্যাসগাছা গ্রামে সাংবাদিক গৌতম চট্টোপাধ্যায়ের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ফেলে। এসময় স্বশস্ত্র মুখোসধারীরা সাংবাদিক গৌতমের বাড়ি সামনে অবস্থান নেয়। সাংবাদিক গৌতম চুকনগর থেকে বাড়িতে প্রবেশ করার সময় সে ও তার প্রতিবেশি প্রদীপ কুমার দে স্বশস্ত্র মুখোসধারীদের দেখতে পেয়ে চিৎকার দিলে তারা পালিয়ে যায়। মঙ্গলবার দুপুরে সাংবাদিক গৌতম চট্টোপাধ্যায় কেশবপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এব্যাপারে থানার ভারপ্রাপ্ত অফিসার ইরচার্জ শাহাজাহান আহম্মেদ জানান, অভিযোগটি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।