এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরের সাবেক চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে একটি শালিশ করার ঘটনায় লাঞ্চিত করা হয়েছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় প্রগতিশীল মনুষের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।
উপজেলার পাঁজিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং প্রাথমিক বিদ্যালয়ের অবসারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজাম উদ্দীন মোড়ল গত বুধবার গড়ভাঙ্গা বাজারে একটি পারিবারিক সমস্যা নিয়ে একটি শালিশ বৈঠকে বসেছিলেন। এ সময় এলাকার কিছু উশৃঙ্খল যুবক ওই শালিশ বৈঠকে ঝামেলা করতে থাকে। ওই যুবকদের তিনি চলে যেতে বলেন। তারা বেরিয়ে গিয়ে সংগঠিত হয়ে শলিশ বৈঠক শেষে নিজাম উদ্দীনকে লাঞ্চিত করে।
হামলার ঘটনায় নিজাম উদ্দীন বাদি হয়ে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। কেশবপুর থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন বলেন অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।