এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর পৌরসভার সংযোগ সড়ক সিসি ঢালাইয়ের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে হাসপাতাল রোডের মন্ডলপাড়া হতে কবরস্থান সড়কের ব্যাংকার আনিসের বাড়ি পর্যন্ত ৭ লাখ ৮৮ হাজার ১ শত ৩০ টাকা ব্যায়ে সংযোগ সড়ক সিসি ঢালাই কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব হারেছ উদ্দীন, পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবু, পৌরসভার কার্য সহকারী হাফিজুর রহমান, সহকারী কর আদায়কারী আবুল হোসেন, ঠিকাদার প্রকাশ দত্ত প্রমুখ।