এস আর সাঈদ, কেশবপুর : যশোরের কেশবপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে জমি জবরদখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে, কেশবপুর উপজেলার হাসানপুর মৌজার ৩৯১ নং খতিয়ানের ১৭২ দাগের ২ শতক ও ১৫৪ দাগের ১ শত এবং ২৩৫ খতিয়ানের ১৭২ দাগের ১ শতক জমি নিয়ে হাসানপুর গ্রামের মৃত আনছার আলীর পূত্র আব্দুর রাজ্জাকের সাথে একই গ্রামের মতিয়ার সরদার, মিজানুর রহমান সরদার, মনিরুজ্জামান মিলন, লুৎফর রহমান ও আমিনুর রহমানের সাথে বিরোধ চলে আসছিল। এব্যাপারে আব্দুর রাজ্জাক বাদী হয়ে আদালতের মাধ্যমে ঐ বিরোধপূর্ণ ৪ শতক জমির উপর ১৪৪ ধারা জারীর আবেদন করলে আদালত সেটা মঞ্জুর করেন। কেশবপুর থানার এ এস আই কাজী রহমত বিরোধপূর্ণ জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য উভয় পক্ষকে নোটিস প্রদান করেন। অথচ বিবাদি পক্ষের মনিরুজ্জামান মিলন জানান, আদালতের নিষেধাজ্ঞা ও ১৪৪ ধরা অমান্য করে গতকাল ভোরে বাদী আব্দুর রাজ্জাক ঐ বিরোধপূর্ণ জমির সীমানার বেড়া ভেঙ্গে ফেলে ঐ জমি জবর দখলের চেষ্টা চালায়।