কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে দলিত হারচয়েস প্রকল্পের আয়োজনে ২দিন ব্যাপি শিক্ষা মেলা বুধবার বিকালে সম্পন্ন হয়েছে। দলিতের সহকারী পরিচালক বাসন্তি লতা দাসের সভাপতিত্বে ও প্রকল্প ব্যবস্থাপক নাজমিন নাহারের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার প্রভাত কুমার রায়, সহকারী শিক্ষা অফিসার প্রবীর মিত্র, দলিতের প্রকল্প ব্যবস্থাপক উজ্জ্বল মন্ডল প্রমুখ। মেলায় স্টলের পাশাপাশি বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেলা শেষে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।