এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে র্যাব বিশেষ অভিযান চালিয়ে ৩২ লাখ টাকার ভারতীয় কাপড় উদ্ধার করেছে এবং ২ জন পিকাপ চলককে আটক করেছে।
জানাগেছে, র্যাব- ৬ এর স্পেশাল কমান্ডার এনায়েত হোসেনের নেতৃত্বে র্যাবের একটি টিম উপজেলার ভরতভায়না গ্রামের মেইন সড়কে ২টি পিকআপে অভিযান চালিয়ে আনুমানিক ৩২ লাখ টাকা মূল্যের ৩ হাজার পিছ শাড়ী ও থ্রি-পিছ উদ্ধার করে। এসময় পিকআপ চালক কলারোয়ার সুমন ও নজরুল ইসলামকে আটক করেছে। র্যাবের অভিযানে কেশবপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেন।
উল্লেখ্য ভারতীয় চোরালানের রুট হিসাবে সরসকাটি ও ত্রিমোহিনী ঘাট-সহ কেশবপুর উপজেলার বিভিন্ন সড়ক ব্যবহারিত হয়ে আসছে।