কেশবপুরে ৫দিন ব্যাপি সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম প্রশিক্ষণ উদ্বোধন

প্রকাশঃ ২০১৭-০৬-০৪ - ১৬:৪৬

এস আর সাঈদ, কেশবপুর, যশোরঃ যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৫দিন ব্যাপি উপজেলা পর্যায়ে সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম জোরদারকরণে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ রবিবার উপজেলা পরিষদের হল রুমে উদ্বোধন করা হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলামের পরিচালনায় উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমান। প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে ৩০ জন প্রশিক্ষাণার্থীকে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলক কুমার সিকদার ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সামছুর রহমান।