রাজীব চৌধুরী, কেশবপুরঃ কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আগামী ২০শে নভেম্বর২০২২থেকে।এই বিশ্বকাপকে সামনে রেখে ১১ ই নভেম্বর ২০২২, শুক্রবার বিকেলে যশোর জেলার কেশবপুর উপজেলার ১০ নং সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর দাসপাড়া আর্জেন্টিনা সমর্থকবৃন্দরা ৫০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা প্রদর্শন করেছে। আর্জেন্টিনার পতাকা প্রদর্শনের সময় জাহানপুর বাজারে সাধারণ জনগণসহ আর্জেন্টিনার সমর্থকরা ভিড় জমায়। জাহানপুর দাসপাড়া আর্জেন্টিনার সমর্থক ভক্তকুমার দাস বলেন আমরা বরাবরই আর্জেন্টিনার সমর্থক। আমরা আশা করি এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা অনেক ভালো খেলবে। বিশ্বকাপ ফুটবলের আনন্দ উপভোগ করতেই আমরা এই ৫০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা তৈরি করেছি। ৫০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা প্রদর্শনের সময় উপস্থিত ছিলেন জাহানপুর দাসপাড়া আর্জেন্টিনা সমর্থক ভক্তকুমার দাস, লক্ষণ কুমার দাস, নিত্য কুমার দাস, মিলন কুমার দাস, সন্ন্যাসী দাস, শ্যামল দাস,রিপন দাস,গৌতম দাস প্রমুখ এলাকাবাসী ও আর্জেন্টিনার সমর্থকবৃন্দরা।