কেশবপুর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৮-০৩-০৬ - ১৭:৫৭

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা সোমবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহারের পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, যশোর জেলা পরিষদ সদস্য হাসান সাদেক, পৌর মেয়র রফিকুল ইসলাম, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, সাংগঠনিক সম্পাদক প্যানেল চেয়ারম্যান গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ, যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক খন্দকার আব্দুল আজিজ, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগনেতা নজরুল ইসলাম খান, মহিউদ্দীন আহম্মেদ, আঃ হামিদ, প্রভাত কুমার কুন্ডু, আব্বাস আলী, সহিদুল্লাহ সরদার, এনামূল কবির বুলু, পাঁজিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম- আহ্বায়ক কামরুজ্জামান মিন্টু প্রমুখ।