এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ৩টি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে একদল দূবৃত্ত দলীয় কার্যালয়ের নীচতলার গলিতে ২টি ককটেল ও দলীয় কার্যালয়ের সম্মুখে ১ টি ককটেল নিক্ষেপ করে। দলীয় কার্যালয়ের নীচতলার গলিতে ককটেল দুটির বিষ্ফোরণ হলেও দলীয় কার্যালয়ের সম্মুখের ককটেলটির বিষ্ফোরণ হয়নি। তবে ধোঁয়ায় পুরো এলাকা অন্ধকার হয়ে যায়। পথচারী ও ব্যাবসায়ীরা দিক-বিদিক ছুটাছুটি করলে পুরা এলাকা ফাঁকা হয়ে যায়। থবর পেয়ে কেশবপুর থানার তদন্ত ওসি শাহাজাহান আহম্মেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দলীয় কার্যালয়ের সামনে পড়ে থাকা ককটেলটি নিষ্ক্রিয় করে দেয়।
এব্যাপরে থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ জানান, ঘটনার সাথে জড়িত সন্দ্রেহে রাসেল নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এদিকে দলীয় কার্যালয়ে ককটেল নিক্ষেপের ঘটনায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।