এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলার সন্যাসগাছা, আগরহাটি ও আলতাপোল আশ্রয়কেন্দ্রে বসবাসকারী কৃষকদের মাঝে শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ব্যক্তিগত উদ্যোগে উক্ত কৃষকদের মাঝে শাক-সবজির বীজ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেন, কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার শিকদার, কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, ইউপি সদস্য লিয়াকত আলী খান প্রমুখ।