রাজীব চৌধুরী, কেশবপুরঃ যশোর জেলার কেশবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মিজানুর রহমানকে ৩০ শে নভেম্বর ২০১৯ শনিবার, বিদায়ী সংবধনা জানান কেশবপুরের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ । এসময়ে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলার আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান , সহ-দপ্তর সম্পাদক মনোজ তরফদার, ০৬ নং সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কবির হোসেন, কেশবপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক খন্দকার আব্দুল আজিজ, কেশবপুর পৌরসভার ০৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মফিজুর রহমান, ১০ নং সাতবাড়িয়া ইউনিয়নের আওয়ামীলীগ নেতা আবু বক্কর সিদ্দিক সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ । কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মিজানুর রহমান কেশবপুরে যোগদান করার পর থেকে বাল্যবিবাহ, মাদক সহ নানাবিধ অপরাধমূলক কর্মকান্ড দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছিলেন । এছাড়া স্কুল, কলেজ সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে তিনি কাজ করে আসছিলেন । কিন্তু তিনি বদলি হয়ে অন্যত্রে চলে যাচ্ছেন । একারনে তাঁকে বিদায়ী সংবর্ধনা দেন কেশবপুর উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ।