এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর পাইলট কলেজিয়েট স্কুলের এসএসসি ২০০০ ব্যাচের এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল দিনব্যাপী বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এসএসসি ২০০০ ব্যাচের ছাত্র সুমন ঘোষের সভাপতিত্বে ও অপর ছাত্র হুমায়ূন কবির সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সাবেদ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বর্তমান অধ্যক্ষ আছাদুজ্জামান, ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক প্রবীর সরকার, সহকারি অধ্যাপক মশিউর রহমান, প্রভাষক শংকর কুমার রায়, সহকারি শিক্ষক ইকবাল হোসেন, সাবেক শিক্ষক আকতার হোসেন, অভিভাবক হেকমত আলী প্রমুখ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রাক্তন ছাত্র মেহেদী হাসান স্মীথ সহ শিল্পী বৃন্দ।
অনুষ্ঠানে কেক কাটা, আলোচনা সভা, ক্রেস্ট, গেঞ্জি ও মগ বিতরণ এবং গনভোজ অনুষ্ঠিত হয়।