কেশবপুর পৌর কাউন্সিলরের প্রতিবাদ সভা

প্রকাশঃ ২০২২-০৭-২৪ - ২৩:১৬

কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর পৌর বিএনপি’র কমিটির বিরুদ্ধে পৌর কাউন্সিলর আফজাল হোসেন বাবুর নেতৃত্বে শুক্রবার বিকালে কেশবপুর ডিগ্রী কলেজের হলরুমে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন বাবুর নেতৃত্বে প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, জেলা ও কেশবপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাচারিতা ও অগনতান্ত্রিক উপায়ে অর্থের বিনিময়ে ভোট বিহীন পৌর বিএনপি’র পকেট কমিটি বাস্তবায়ন করা হয়েছে।
এসময় পৌর কাউন্সিলর আবজাল হোসেন বাবু বলেন হামলা-মামলার শিকার ত্যাগী নেতাকর্মীরা যদি কমিটির নেতৃত্বে না আসে তাহলে আগামীতে আন্দোলন-সংগ্রাম কিছুই হবে না।এসময় উপস্থিত ছিলেন কেশবপুর পৌর ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সমার্থক বৃন্দ।