কেশবপুর (যশোর) প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ডের সহযোগিতায় ও এ্যামিরিকারর্সের বাস্তবায়নে সোমবার সকালে ওয়াস প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ওয়াস প্রকল্পের উদ্বোধন ঘোষনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ আলমগীর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক আমিনুল ইসলাম ও প্রকল্পের সমন্বয়কারী আশিকুল আলম। উল্লেখ্য কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাড়াও ইতিপূর্বে উপজেলার ৬টি কমিউনিটি ক্লিনিকে ওয়াস প্রকল্প চালু করা হয়েছে।