খুলনা : আসন্ন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে আবেদন করেছেন ১৯০ জন প্রার্থী। বিএনপি থেকেও মনোনয়ন পেতে আবেদন করেছেন ১৩৮ জন। নিজ দলের সমর্থন পেতে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ, বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা। ৩১টি ওয়ার্ডে কাউন্সিলর ও ১০টি ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন পেতে জোর লবিং শুরু করেছেন তারা। ইতোমধ্যেই অনেকে নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। আওয়ামী লীগ মেয়র পদের মতো কাউন্সিলর প্রার্থীদের নামের তালিকা পাঠিয়েছে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। বিএনপিও মেয়র প্রার্থীর নাম কেন্দ্রে পাঠালেও কাউন্সিলর মনোনয়নের জন্য স্থানীয়ভাবে বোর্ড গঠন করেছে। সোমবার ও মঙ্গলবার সাক্ষাৎ গ্রহণের পর কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করবে স্থানীয় বিএনপি।
কাউন্সিলর পদে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী হিসেবে দলীয় আলোচনায় রয়েছেন নগরীর ১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শাহাদাৎ হোসেন মিনা, ২নং ওয়ার্ডে এস এম জাহিদ হাসান, ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আব্দুস সালাম, ৪নং ওয়ার্ডে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আ. রউফ মোড়ল, ৫নং ওয়ার্ডে মোহাম্মদ আলী মাস্টার ও হারুন উর রশীদ ৬নং ওয়ার্ডে মিজানুর রহমান মিজা তরফদার, ৭নং ওয়ার্ডে আওয়ামী লীগের ওয়ার্ড শাখার আহবায়ক শেখ সেলিম আহমেদ, ৮নং ওয়ার্ডে মো. সাহিদুর রহমান, ৯নং ওয়ার্ডে এম ডি মাহফুজুর রহমান লিটন, ১০নং ওয়ার্ডে কাজী তালাত হোসেন কাউট, ১১নং ওয়ার্ডে মুন্সী আব্দুল ওয়াদুদ, ১৩নং ওয়ার্ডে এস এম খুরশিদ আহমেদ টোনা, ১৪নং ওয়ার্ডে শেখ মোশাররাফ, ১৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না, ১৬নং ওয়ার্ডে শেখ আবিদ উল্লাহ, ১৭নং ওয়ার্ডে ইউসুফ আলী খান ও মনিরুজ্জামান সাগর, ১৮নং ওয়ার্ডে পারভেজ আহমেদ পলাশ ও রাজুল হাসান রাজু, ১৯নং ওয়ার্ডে মোতালেব মিয়া, ২০নং ওয়ার্ডে আবুল কালাম আজাদ কামাল, ২১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন, ২২নং ওয়ার্ডে বিএম গোলাম কিবরিয়া রতন, ২৩নং ওয়ার্ডে বীরেন্দ্রনাথ ঘোষ, ২৪নং ওয়ার্ডে রাজু আহমেদ, ২৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আলী আকবর টিপু, ২৬নং ওয়ার্ডে মুন্সি মাহবুব আলম সোহাগ, ২৭নং ওয়ার্ডে জেড এ মাহমুদ ডন, ২৮নং ওয়ার্ডে মহসিনুর রহমান আফরোজ, ২৯নং ওয়ার্ডে ফকির সাইফুল ইসলাম, ৩০নং ওয়ার্ডে এসএম মোজাফফর রশিদী রেজা এবং ৩১নং ওয়ার্ডে শরিফুল ইসলাম মুন্না ও আসাদুজ্জামান রাসেল।
অন্যদিকে ওয়ার্ডগুলোতে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলীয় আলোচনায় রয়েছেন নগরের ১নং ওয়ার্ডে কালাম শিকদার, ২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, ৩নং ওয়ার্ডে গাউসুল শেখ, ৪নং ওয়ার্ডে শফিকুল আনাম, ৫নং ওয়ার্ডে যুবদল নেতা সাজ্জাদ হোসেন তোতন, ৬নং ওয়ার্ডে শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, ৭নং ওয়ার্ডে মো. সুলতান মাহমুদ পিন্টু, ৮নং ওয়ার্ডে আবু দাউদ দ্বীন মোহাম্মাদ, ৯নং ওয়ার্ডে নগর বিএনপির সহ-সভাপতি শেখ জাহিদুল ইসলাম, ১০নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর নগর বিএনপির যুগ্ম সম্পাদক মো. ফারুক হিল্টন, ১১নং ওয়ার্ডে বিএনপির মো. ইউনুস আলী সরদার, ১২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপির মো. মনিরুজ্জামান, ১৩নং ওয়ার্ডে শেখ ইমতিয়াজ আলম বাবু, ১৪নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর এস,এম, আবুল কালাম আজাদ, ১৫নং ওয়ার্ডে হাবিব বিশ্বাস, ১৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. হাফিজুর রহমান হাফিজ, ১৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. হাফিজুর রহমান মনি, ১৯নং ওয়ার্ডে আশফাুর রহমান কাকন, ২০নং ওয়ার্ডে কাউন্সিলর শেখ গাউসুল আজম, ২১নং ওয়ার্ডে নাজির উদ্দিন আহমেদ নান্নু, ২২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. মাহবুব কায়সার, ২৩নং ওয়ার্ডে জামাল উদ্দিল মোড়ল ও যুবদল নেতা সাব্বির হোসেন ২৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শমসের আলী মিন্টু, ২৫নং ওয়ার্ডে আনিসুর রহমান আরজু, ২৬নং ওয়ার্ডে বিএনপির জামাল উদ্দিন, ২৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপির কে এম হুমাযুন কবীর, ২৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ওয়াহিদুর রহমান দিপু, ২৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর গিয়াস উদ্দিন বনি, ৩০নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আমান উল্লাহ আমান এবং ৩১নং ওয়ার্ডে আফতাব উদ্দিন মাস্টার।
এছাড়াও স্বতন্ত্র হিসেবে গত নির্বাচনে জয়ী হওয়া ৭ কাউন্সিলর ৪নং ওয়ার্ডের মো. কবির হোসেন কবু মোল্লা, ৫নং ওয়ার্ডের মো. মহিদুল ইসলাম, ১২নং ওয়ার্ডের শফিকুল ইসলাম, ১৬নং ওয়ার্ডের মো. আনিছুর রহমান বিশ্বাস, ২৩র্ন ওয়ার্ডের ইমাম হাসান চৌধুরী ময়না, ২৬নং ওয়ার্ডের গোলাম মাওলা শানু এবারও নির্বাচন করবেন এটা নিশ্চিত হওয়া গেছে। তবে প্রধান দুটি দল থেকে এদের যে কেউ দলীয় মনোনয়ন পেতে পারেন এমন সম্ভাবনার কথাও বলেছেন তাদের ঘনিষ্ঠ নেতারা।
এছাড়াও ৩১ নম্বর ওয়ার্ডে গত নির্বাচনে জয়ী হয়ে কাউন্সিলর নির্বাচিত হন জামায়াত থেকে নির্বাচিত শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। তিনিও আবার নির্বাচন করছেন এটা প্রায় নিশ্চিত। একইসঙ্গে ২০ দলীয় জোটের সমর্থন পাওয়ার চেষ্টা চালাচ্ছেন তিনি বলেনও জানা গেছে। এর বাইরেও ৩১টি ওয়ার্ডে জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনসহ একাধিক দলীয় ও স্বতন্ত্র প্রার্থী আলোচনায় রয়েছেন।
উল্লেখ্য, কেসিসির ৩১ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৩ হাজার ৯৩। এর মধ্যে পুরুষ ২ লাখ ৮৪ হাজার ৯৮৬ জন ও মহিলা ২লাখ ৪৪ হাজার ১০৭ জন।