ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশনের ১ ও ২নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার ময়লা যোগিপোল ইউনিয়নের ফুলবাড়ীগেট-তেলিগাতী সড়কের (খানাবাড়ী) উপর ফেলে রাখা ময়লার দূর্গন্ধে পথচারী অতিষ্ঠ। সিটি কর্পোরেশন এলাকার ময়লা ইউনিয়নের মধ্যে ফেলে হাজার হাজার মানুষের চলাচলে জনদূর্ভোগ সুস্টি করায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী, বিভিন্ন প্রতিষ্ঠানসহ পথচারী।
সরেজমিনে দেখাগেছে, যোগিপোল ইউনিয়নের পার্শবর্তি কেসিসি ১নং ওয়ার্ডের খ্রিষ্টান পাড়া, মহেশ^রপাশা দিঘিরপাড়, মহেশ^রপাশা তেতুল তলামাঠ ও কেসিসি ২নং ওয়ার্ডের ফুলবাড়ীগেট বাজার, মীরেরডাঙ্গা সহ বিভিন্ন এলাকার ময়লা সিটি কর্পোরেশনের ভ্যানে করে পরিচ্ছন্ন কর্মীরা যোগিপোল ইউনিয়নের ফুলবাড়ীগেট-তেলিগাতী গুরুত্বপুর্ণ ব্যস্ততম সড়কের (খানাবাড়ী) উপর ফেলছে। সিটি কর্পোরেশনের বড় একটি ড্রাম সড়কের উপর বসানো থাকলেও নির্দিষ্ট স্থানে তারা ময়লা না ফেলে রাস্তার উপর ফেলছে। এছাড়া অনেক সময় দেখাগেছে ময়লার ড্রামটি ভরে রাস্তা জুড়ে ময়লার স্তুপে পরিনত হয়েছে। এ সকল ময়লা দূর্গন্ধ ছড়ালেও সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট ব্যক্তিরা ময়লার স্তুপ অপসরণের কোন ব্যবস্থা গ্রহন করে না। ফলে এই সড়ক দিয়ে চলাচল করা কুয়েট, শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, গভ.ল্যাবরেটরি হাই স্কুল, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে, খানাবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খানজাহান আলী বিএম কলেজ, তেলিগাতী মাধ্যমিক বিদ্যালয় সহ এই অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ ময়লার দূর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে। বিষয়টি জনদূর্ভোগ স্বিকার করে স্থানীয় জনপ্রতিনিধি মোঃ আরিফ হোসেন বলেন, ইউনিয়নের দোকানপাট এবং বিভিন্ন বাসাবাড়ীর ময়লা ফেলার জন্য অস্থায়ী এই ডাষ্টবিন। কিন্তু সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা সিটি এলাকার ময়লা এনে নির্দিষ্ট স্থানে না ফেলে রাস্তার উপর ফেলায় এবং সময় মত ময়লা অপসরণ না করায় ময়লার দূর্গন্ধে ১৫/২০ গজের মধ্যে নাক বন্ধ করে চলাচল করতে হয়। বিষয়টি সমাধানে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান। এলাকার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এই প্রতিনিধিকে বলেন দিনের পর দিন জনসাধারণের চলাচলের রাস্তার উপর এভাবে ময়লার স্তুপ ফেলে জনদূর্ভোগ সৃষ্টি করে সড়কটি দিয়ে পথচারীদের চলাচলে বিগ্ন সৃষ্টি করছে অথচ কেহ এই অবস্থার প্রতিকারে এগিয়ে আসছেনা। এ ব্যাপারে যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আনিছুর রহমান বলেন, ইউনিয়নের বাসিন্দাদের সুবিধার্তে সিটি কর্পোরেশনের একটি ট্রাক ড্রাম ডাস্টবিন এখানে বসানো হয়েছে । এটি যদি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের গাফিলতির জন্য ক্ষতি হয় বা জনদূর্ভোগ সৃষ্টি হয় তা হলে সংশ্লিষ্ট কাউন্সিলরদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ব্যবস্থতম সড়কে সিটি কর্পোরেশন এলাকার ময়লা ইউনিয়নের মধ্যে ফেলে হাজার হাজার মানুষের চলাচলে জনদূর্ভোগ সুস্টি করায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী, বিভিন্ন প্রতিষ্ঠানসহ পথচারী।