দাকোপ (খুলনা) : দাকোপ উপজেলায় কৈলাশগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে শনিবার সকাল ১০ টায় ৫০ বছর পূতিতে সুবর্ণ জয়ন্তী ও পূর্নমিলনী অনুষ্টিত হয় । ৫০ বছর পূতিতে সুবর্ণ জয়ন্তী ছিল মহাধুমধাম্ ।সভায় নারায়ন চন্দ্র রায়ের সভাপতিতে প্রধান অতিথি জেলা প্রসাশক মো: আমিনউল আহসান, খুলনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক সাধন রঞ্জন ঘোষ। ট্রেজারার, খুলনা বিশ্ববিদ্যালয় । বিশেষ অতিথি সুবর্ণ জয়ন্তী ও পূর্নমিলনী আহবায়ক প্রকৌশলী মিজানুর রহমান, নির্বাহী প্রকৌশলী বরিশাল, নির্বাহি অফিসার জনাব মারুফুল আলম , প্রধান শিক্ষক বাবু মানিক চন্দ্র গাইন, মেয়র সনত কুমার বিশ্বাস, অধ্যক্ষ স্যমল কুমার রায়, কৈলাশগঞ্জ ইউ.পি চেয়ারম্যান মিহির কুমার মন্ডল, এডভোকেট রজত কান্তি শীল সদস্য জেলা পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান থেকে আগত শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দু উপস্থিত ছিলেন বিভিন্ন সুধী জন গুণীজনেরা । প্রধান অতিথী তার বক্তব্যে উল্লেখ করেন ৫০ বছর পূতিতে সুবর্ণ জয়ন্তী পূর্নমিলনী অনুষ্টানে অংশ গ্রহন করার সুযোগ পেয়ে আমি অত্যান্ত আনন্দিত এবং গর্বিত। সুন্দরবন কোল ঘেষা অবহেলিত ১৯৬৭সালে স্থাপিত দাকোপের কৈলাশগঞ্জ মাধ্যমীক বিদ্যালয় থেকে শত শত শিক্ষার্থীরা সরকারি – বেসরকারি বিভিন্ন দপ্তরে কর্মসংস্থানের সুযোগ পেয়ে দারিদ্র বিমোচন হতে পেরেছে। পাশা পাশি এ অঞ্চলের হত দরিদ্ররা আলোর সন্ধানে এগিয়ে যেতে পেরেছে-বা পারছে আমি অত্যান্ত আনন্দিত এবং গর্বিত। এ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য যাকিছু প্রযোজন তিনি তা সরকারি বিধী মালা অনুসারে সহায়তা প্রদানে সার্বিক সহযোগিতা করবেন বলে উপস্তিতি সভায় এ কথা বলেন।
স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বাবু মানিক চন্দ্র গাইন।