যশোর: ‘বঙ্গবন্ধুর বাংলায়, কোটা বৈষম্যের ঠাঁই নাই’, ‘একই ব্যক্তি কোটার সুবিধা বারবার নয়’, ‘মেধা ৯০%, কোটা সর্বোচ্চ ১০%’ এমন স্লোগান ধারণ করে সরকারি চাকরিতে কোটা প্রথার সংস্কারের দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ সাধারণ ছাত্র-ছাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ যশোর ব্যানারে রোববার বেলা ১১টায় এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন পরিষদের যশোর কমিটির আহবায়ক সাদিয়া আফরোজ মৌ, যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন প্রমুখ।এতে বিভিন্ন যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, দেশের মাত্র দুই শতাংশ মানুষের জন্য ৫৬ শতাংশ কোটা বিদ্যমান রয়েছে। ৫৬ শতাংশ কোটা রাখার কারণে প্রকৃত যোগ্যরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। কোটা কমিয়ে ১০ শতাংশে নিয়ে আসতে হবে। মেধাবীরা যাতে দেশের সর্বোচ্চ প্রশাসনিক জায়গায় যেতে পারে, সেটি নিশ্চিত করতে কোটাব্যবস্থা সংস্কার করতে হবে।