আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও অনেকে। আজ শুক্রবার সকালে, কোয়েটা শহরের হাজারগঞ্জি এলাকার একটি বাজারে এ বোমা হামলা চালান হয়।
হামলায় নিহতদের মধ্যে অন্তত আটজন সংখ্যালঘু শিয়া হাজারা সম্প্রদায়ের সদস্য ও একজন সেনা সদস্য রয়েছেন।
দেশটির পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার কোয়েটার কাছের হাজারগঞ্জি এলাকায় একটি বাজারে একটি বোমা বিস্ফোরিত হয়। হামলায় আহতদের উদ্ধার করে বোলান মেডিক্যাল কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বোমা হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে পুলিশ।
তবে, এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।
হামলার নিন্দা জানিয়ে বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী জাম কামাল খান বলেন, ‘মানবতার শত্রুরাই এমন সন্ত্রাসী হামলার পেছনে দায়ী।’
দেশটির জাতীয় মানবাধিকার কমিশনের তথ্যমতে, ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত সাম্প্রদায়িক সহিংসতার কারণে হাজারা সম্প্রদায়ের ৫০৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬২৭ জন।