দাকোপ প্রতিনিধি : দাকোপে ক্যান্স্যার আক্রান্ত সুখেন্দু রায় (৩০) অর্থের অভাবে বিনা চিকিৎসায় ক্রমেই মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। একমাত্র শিশু সন্তানের ভবিষাতের কথা ভেবে স্ত্রী প্রনতি রায় স্বামীর চিকিৎসার জন্য এখন সাহায্য চেয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন।
উপজেলার দাকোপ ইউনিয়নের সাহেবের আবাদ গ্রামের খগেন্দ্রনাথ রায়ের পুত্র সুখেন্দু গত কয়েক বছর যাবৎ থায় রয়েট নামক রোগে আক্রান্ত ছিল। কৃষক পরিবারের সন্তান সুখেন্দু দেশে এবং ভারতে চিকিৎসা করাতে গিয়ে পৈত্রিক জমিটুকু বন্দক রাখে। এখন নিজেদের ভিটেমাটি ছাড়া সম্পদ বলতে আর কিছু নেই। বৃদ্ধপিতা মাতা উপর্জনক্ষম না থাকায় ছোটভাই কৃষ্ণেন্দু ভ্যান চালিয়ে কোন মতে সংসার চালিয়ে যাচ্ছে। এরই মাঝে সুখেন্দুর শরীরে বড় ধরনের অসুখ দেখা দেয়। খুলনা মেডিকেল কলেজের বিশেষজ্ঞ ডাক্তার মৃনাল কান্তি সরকার পরিক্ষা নিরিক্ষা করে বলে তার শরীরে ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। তিনি প্রয়োজনে দেশের বাইরে গিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দেন। কিন্তু বর্তমানে ওই পরিবারের তেমন কোন সঙ্গতি নেই। হতাশাগ্রস্থ সুখেন্দু অর্থের অভাবে ক্রমেই বিনা চিকিৎসায় মৃতে্যুর দিকে ধাবিত হচ্ছে। এই অবস্থায় একমাত্র ৩ বছরের শিশু সন্তানের ভবিষাতের কথা চিন্তা করে সুখেন্দুর স্ত্রী প্রনতি রায় এখন দ্বারস্থ হচ্ছে সমাজের বিত্তশালীদের দিকে। তিনি স্বামীর জীবন বাঁচাতে সকলের নিকট আর্থিক সহায়তা কামনা করেছেন। প্রয়োজনে ০১৯২৩৫৮৯১০৭ এই নাম্বারে অসুস্থ সুখেন্দু পরিবারের সাথে যোগাযোগ করা যাবে।