কয়রা, খুলনা : কয়রা উপজেলার আমাদী ইউনিয়নে অস্থায়ী পুলিশ ক্যাম্প নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। ২ ফেব্রুয়ারী বেলা ১১ টায় খুলনা জেলা পুলিশ সুপার মোঃ নিজামুল হক মোল্লা ভিত্তিপস্তর স্থাপন ও পায়রা উড়িয়ে পুলিশ ক্যাম্পের নির্মাণ কাজ উদ্বোধন করেন। উদ্ধোধনের পর কয়রা থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার মোঃ নিজামুল হক মোল্লা। বিশেষ অতিথি ছিলেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহা ও এএসপি ডি সার্কেল মোঃ ইব্রাহিম মিয়া।অনুষ্ঠানে বক্তৃতা করেন আমাদী ইউপি চেয়ারম্যান মোঃ আমির আলী গাইন,বাগালী ইউপি চেয়ারম্যান আঃ সাত্তার পাড়,খান সাহেব কোমর উদ্দিন কলেজের অধ্যক্ষ ডঃ চয়ন কুমার রায়,আমাদী পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোঃ হাসিবুর রহমান প্রমুখ।অনুষ্ঠানে উপস্থিত সকলেই ক্যাম্পটি স্থায়ী করনের দাবি জানালে প্রধান অতিথি জেলা পুলিশ সুপার মোঃ নিজামুল হক মোল্লা অতিদ্রুত সময়ের মধ্যে ক্যাম্পটি স্থায়ী করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন বলে অঙ্গিকার ব্যক্ত করেন। এ ছাড়া তিনি তার বক্তব্যে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা আরো কার্যকর করতে এলাকাবাসীর সহযোগিতার আহবান করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়রা থানা পুলিশ পরিদর্শক(তদন্ত)মোঃ মোস্তফা হাবিবুল্যাহ,এস.আই. রাজিউল আমিন,এস.আই ফারুক হোসেন, এস.আই. শাহাবুদ্দিন, এস.আই. কিশোর কুমার, এস.আই. গোলাম আযম, এস.আই. সাইদ আল মামুন, এস.আই. আবু সায়েম, এস.আই. খায়রুল ইসলাস,খুলনা জেলা পরিষদ সদস্য মোঃ হাবিবুল্যাহ, কয়রা উপজেলা প্রেসক্লাব সভাপতি সদর উদ্দিন আহমেদ,সাবেক সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ রিয়াছাদ আলী,সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু,মোঃ আনিসুজ্জামান,মোঃ ইমতিয়াজ উদ্দিন সহ সরকারি কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধি,সাংবাদিক,মুক্তিযোদ্ধা,পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।