ইমতিয়াজ উদ্দিন, কয়রা (খুলনা): কয়রায় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নুরুল হকের উপস্থিতিতে আওয়ামী লীগের দুগ্রুপের মধ্যে তীব্র উত্তেজনা ও পাল্টা পাল্টি শ্লোগানের মধ্যো দিয়ে পালিত হল গনতন্ত্রের বিজয় দিবস। জানাগেছে, গত কাল শুক্রুবার উপজেলা আওয়ামী লীগের উদ্যগে গনতন্ত্রেও বিজয় দিবস পালন উপলক্ষে দলের নেতা কমীরা দলীয় কার্যালয়ের সামনে সমবেত হয়। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতির কর্মী সমার্থকরা উপজেলা সদরে একটি র্যালী শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে উপজেলা আ’লীগের সভাপতি জিএম মোহসিন রেজার নামে শ্লোগান দিতে থাকলে তাতে বাধা প্রদান করেন উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম। এসময় উভয় গ্রুপের মধ্যে তীব্র উত্তেজনা ও ধস্তা ধস্তি শুরু হলে এমপির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এরপর সম্মিলিত ভাবে বিজয় র্যালী শেষে উপজেলা সদরের তিন রাস্তার মোড়ে এক পথসভা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার এক পর্যায়ে এ্যাডঃ মোর্শারফ হোসেনকে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে বক্তব্য রাখার আহবান করা হলে পুনরায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পক্ষে বিপক্ষে পাল্টা পাল্টি শ্লোগান দিতে থাকে উভয় পক্ষ। এ সময় কয়রা থানার সেকেন্ড অফিসার রাজিউল আমিন ও এস আই ফারুক হোসেন মৃধা উত্তেজিত দুগ্রুপের কর্মীদের মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করেন। উদ্ভূত পরিস্থিতিতে কয়রা তিন রাস্তার মোড় এলাকার দোকান পাট বন্ধ হয়ে যায়। জনতার মধ্যে দেখা দেয় আতঙ্ক। ঘটনাস্থলে ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সভায় প্রধান অতিথি আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক এমপির সামনে এ ধরনের ঘটনা ঘটায় তিনি বিব্রত বোধ করে বলেন, আমি কয়রা পাইকগাছার মানুষের সঙ্গে দীর্ঘ ২৯ বছর ধরে আছি কিন্তু আমার উপস্থিতিতে এ ধরনের ঘটনা এবারই প্রথম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলহাজ্ব এ্যাডঃ কেরামত অলী, কোষাধ্যক্ষ আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, আওয়ামী লীগ নেতা এ্যাডঃ মোশারাফ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউনিয়ন চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, সাবেক উপজেলা ছাত্র লীগের সভাপতি এসএম বাহারুল ইসলাম প্রমুখ।