ইমতিয়াজ উদ্দিন, কয়রা (খুলনা): কয়রায় বিএনপির ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলায় সকল আসামী উচ্চ আদালত থেকে জামিন নিয়ে নিম্ম আদালতে হাজির হলে আদালত কয়েকজনকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়। কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জি আর ২৪৫/১৭ নং মামলা তদন্ত কর্মকর্তা এস আই ফারুক হোসেন ৮ জন আসামীর ৩ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত কয়রায় উপজেলা বিএনপির সেক্রেটারীর নুরুল আমিন বাবুলকে ১ দিনের রিমান্ড এবং বিএনপি নেতা মনিরুজ্জামান বেল্টু এফএম মনিরুজ্জামান, হাসান, , হেলাল হোসেন, লিটন শেখ, হাবিবুর রহমান ও কাজলকে জেলগেটে শুনানীর নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, বিগত ৪/১১/২০১৭ তারিখে উপজেলার বাবুরাবাদ গ্রামে বিএনপি নেতা গাজী রফিকুল ইসলামের বাড়িতে নাশকতার পরিকল্পনার অভিযোগে উপজেলা বিএনপি’র সভাপতিসহ পাইকগাছা ও খুলনা বিএনপি’র নয় নেতাকর্মীকে আটক করা হয়। এ ঘটনায় আটক ৯ জনসহ ২৮ জনের নাম উল্লেখ ও দেড়শ’ অজ্ঞাত আসামি করে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। কয়রা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম দাবি করেন, হয়রানির উদ্দেশ্যে মিথ্যা অভিযোগে পুলিশ নেতাদের আটক করেরেখেছে।