ইমতিয়াজ উদ্দিন, কয়রা : নারী পুরুষ নির্বিশেষ সমাজসেবায় গড়বো দেশ এই প্রতিপাদ্য নিয়ে কয়রায় পালিত হয়েছে জাতীয় সমাজ সেবা দিবস। দিবসটি উপলক্ষ্যে ২ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর, কয়রার আয়োজনে উপজেলা পরিসদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি কয়রা বাজার প্রদক্ষিণ করে পুনরায় কয়রা উপজেলা পরিসদ প্রাঙ্গনে এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহা । এছাড়া র্যালিতে অংশগ্রহন করেন উঃ বেদকাশীর শেখ জসিম উদ্দিন এতিম খানার এতিম ছেলে মেয়েরা। পরে দিবসটি‘র প্রতিপাদ্য বিষয়ে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী শিমুল কুমার সাহার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আখম তমিজ উদ্দিন। উপজেলা সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাসের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এস এম মিজান মাহমুদ, নির্বাচন অফিসার অহিদ মুরাদ, মৎস্য অফিসার এস এম আলাউদ্দিন আহমেদ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সদর উদ্দিন আহমেদ,সমাজসেবা অফিসের গোপাল চন্দ্র মন্ডল,আঃ গফুর,দেবপ্রসাদ রায়,বনফুল উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক আরিফুল ইসলাম ছানা, ইউপি সদস্য রমেশ চন্দ্র সরকার,মানবকল্যান ইউনিটের সভাপতি মোঃ আল আমিন ফরহাদ, সমাজসেবক বিশ্বনাথ বিশ্বাস ,দিলিপ কুমার বিশ্বাস প্রমুখ।