কয়রায় নতুন বই নিয়ে বাড়ি ফেরা হলো না রায়হানের

প্রকাশঃ ২০১৮-০১-০১ - ১৯:০৭

ইমতিয়াজ উদ্দিন, কয়রা : কয়রায় নতুন বই নিয়ে বাড়ি ফিরতে পারলো না অষ্টম শ্রেণীর ছাত্র রায়হান। নতুন বই নিয়ে বাড়ি ফেরার পথে ইট বোঝায় ট্রলির সাথে ধাক্কা লাগায় প্রান গেল তার।
জানা গেছে সারা দেশের ন্যায় কয়রা উপজেলার বামিয়া এম এম মাধ্যমিক বিদ্যালয়ে ১ জানুয়ারী নতুন বই বিতরন করা হয়। আর সেই বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র রায়হান নতুন বই নিয়ে বাড়ি ফেরার পথে বেলা ১২ টার দিকে বামিয়া সরদার বাড়ির মোড়ে পৌছালে ইট বোঝায় ১টি ট্রলি তাকে ধাক্কা দেয়। সেখানেই সে লুটিয়ে পড়ে। স্থানীয় এলাকাবাসি রায়হানকে তাৎক্ষনিক ঘটনা স্থল থেকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।সেখানে তার অবস্থা অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পাইকগাছার কাছাকাছি এলাকায় পৌছালে রায়হান মৃত্যুবরন করেন। রায়হান উপজেলার বামিয়া গ্রামের রবিউল ইসলাম সরদারের পুত্র।তার মৃত্যুর খবর বিদ্যালয়ে পৌছালে প্রতিষ্ঠানের ম্যানিজিং কমিটির সদস্য,শিক্ষক,ছাত্র-ছাত্রী সহ এলাকার সাধারন মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। কয়রা থানা পুলিশ ট্রলি চালক পাইকগাছা উপজেলার চাদখালি গ্রামের নওশের সরদারের পুত্র আল মামুনকে আটক করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল বলে জানা যায়।