কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজ এ্যাবিলিটিজ (এনএএএনডি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে অটিজম ও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা বিষয়ক ওরিয়েন্টেশন ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। গত ১৭ জানুয়ারী উপজেলা পরিষদ মিলনায়তনে দিন ব্যাপী এ ওরিয়েন্টেশনে কয়রা উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধি,সাংবাদিক,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা ও অটিজম প্রতিবন্ধি সদস্যরা অংশ গ্রহন করেন। উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আখম তমিজ উদ্দিন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদের সার্বিক তত্ত্ববধানে ও পরিচালনায় ওরিয়েন্টেশনে মাষ্টার ট্রেইনার ছিলেন নড়াইল ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যাপক ড.মোঃ সায়েম ও খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যাপক ড.রবিউল ইসলাম। অনুষ্ঠানে আলোচনা রাখেন উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডাঃ কুশল কুমার রায়,কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম,কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সদর উদ্দিন আহমেদ,প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল প্রমুখ।