কয়রায় প্রধান শিক্ষকের উপর হামলা ও লাঞ্ছিত করায় প্রতিবাদ সমাবেশ

প্রকাশঃ ২০২২-০৩-১২ - ১৯:১৬

শেখ মনিরুজ্জামান, কয়রা, খুলনা: 

খুলনার কয়রা উপজেলায় হড্ডা ডি এম মাধ্যমিক বিদ্যালয়ে গত ৫ মার্চ কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে বাংলাদেশ শিক্ষক সমিতি কয়রা উপজেলা উত্তর শাখার সভাপতি ও হড্ডা ডিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন সরদারের উপর হামলা ও লাঞ্ছিত করায় প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।

কয়রা উপজেলা শিক্ষক সমিতি উত্তর শাখার আয়োজনে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে শনিবার (১২ মার্চ) বেলা ১১ টায় হড্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে ভাগবা এইচ বি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির আলী সরদারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তৃতা করেন, কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্র্যিস আদিত্য মন্ডল, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ও চান্নির চক এলসি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাজীব কুমার বাছাড়, কয়রা শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, প্রেসকাবের সহ সভাপতি শেখ মনিরুজ্জামান মনু , প্রধান শিক্ষক জ্যেতিরশ্বর ঢালী, সুজিত কুমার রায়, রমেন রায়, মনিন্দ্র নাথ বৈরাগী, ব্রজেন জোয়াদ্দার, মনোজ কুমার বর্মন, আব্দুস সামাদ প্রমুখ।