কয়রা প্রতিনিধি : খুলনা জেলার কয়রা উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন কর্মী আহত হয়েছে। এদের মধ্যে ইউপি সদস্য লুৎফর রহমান ও সলক বেগম নামের একজন মহিলাও রয়েছেন। বৃহষ্পতিবার (১৪ মার্চ) রাত ১০ টারদিকে কয়রা সদরের পল্লিমঙ্গল এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়রা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জি এম মোহসিন রেজার নির্বাচনী পথসভা শেষে তার সমর্থক সিরাজুল ও অপর প্রার্থী এস এম শফিকুল ইসলামের সমর্থক পল্লিমঙ্গল এলাকার শামিমের সাথে কথা কাটাকাটি জের ধরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় উভয়পক্ষের ৬ জন আহত হয় এবং কয়েকটি মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে কয়রা থানার ওসি তারক বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পল্লিমঙ্গল বাজারের সকলপ্রকার দোকানপাট বন্ধ রয়েছে। এদিকে শুক্রবার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়িয়া ব্রিজ সংলগ্ন এলায় খুলনা জেলা পরিষদের সদস্য জহুরুল হক বাচ্চুর উপর হামলা হয়েছে। তবে কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস জানান, পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।