কয়রায় মনোনয়ন বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ এবং মানববন্ধন

প্রকাশঃ ২০২১-০৩-১৪ - ১৮:৪৯

কয়রা প্রতিনিধিঃ খুলনার কয়রায় উপজেলার মহারাজপুর ইউনিয়নে জামাত ও বিএনপি নেতার ভাইকে নৌকা প্রতিক দেওয়ায় ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন সহ বিক্ষোভ মিছিল এবং রাস্তা অবরোধ করে সমাবেশ করেছেন ইউনিয়ন আওয়ামীলীগ।
বিক্ষোভকারীরা রবিবার সকাল থেকে দুপুর ১ টা পর্যন্ত কয়রা খুলনা সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে শ্লোগান দিতে থাকে। উক্ত প্রতিবাদ সমাবেশে সহস্রাধীক এলাকাবাসী অংশ নেয় এবং এসময় তারা দাবী করেন জামাত ও বিএনপি নেতার ভাইয়ের কাছ থেকে নৌকা প্রতিক প্রত্যাহার করতে হবে। এছাড়া মানববন্ধন ও সমাবেশ থেকে স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা জানান, বর্তমান চেয়ারম্যান, সাবেক উপজেলা ছাত্রলীগের আহবায়ক, বর্তমান যুবলীগ নেতা এবং উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহসিন রেজার ছোট ভাই আব্দুল্লাহ আল মামুন লাভলু কে নৌকা প্রতিক না দেওয়ায় এই প্রতিবাদ সমাবেশ। অন্যদিকে জামাতে ইসলামের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও অর্থদাতা অধ্যাপক মোফাজ্জেল হোসেন এবং অপর ভাই কয়রা উপজেলা বিএপির যুগ্ম আহবায়ক ও খুলনা জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান বেল্টু দের ছোট ভাই আব্দুল্লাহ আল মাহমুদকে নৌকা প্রতিক দেওয়া হয়েছে। বেলা ১ টায় সমাবেশ থেকে মহিলা আ’লীগের নেত্রী রুমা আক্তার সমাবেশ থেকে ঘোষণা করেন জামাত ও বিএনপি নেতার ভাই মাহমুদের কাছ থেকে বঙ্গবন্ধুর নৌকা প্রতিক প্রত্যাহার না হয়া পর্যন্ত এ আন্দোলন অব্যহত থাকবে। এছাড়া মহারাজপুর ইউনিয়ন আওয়ামীলীীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম সমাবেশ থেকে ঘোষণা দেন এই মহুর্তে জামাত ও বিএনপির কাছ থেকে নৌকা প্রতিক প্রত্যাহার না হলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ভোট বর্জন সহ বড় ধরনের কর্মসুচি দেব। তিনি বলেন বিগত ২০১৬ সালের ২২ শে মার্চের মহারাজপুর ইউনিয়ন নির্বাচনে উক্ত মাহমুদ তার ভাই তৎকালীন ধানের শীষের প্রার্থী বেল্টুর পক্ষে নির্বাচন পরিচালনা সহ তার এজেন্ট ছিলেন।