কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় যথাযোগ্য মর্যাদার সাথে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে ২৬ মার্চ সকালে উপজেলা পরিষদ চত্তরে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,কয়রা থানা পুলিশ,মুক্তিযোদ্ধা সংসদ,আওয়ামী লীগ,বিএনপি,জাতীয় পার্টি ও তাদের বিভিন্ন সহযোগি সংগঠন,কয়রা উপজেলা প্রেসক্লাব,কয়রা আইনজীবি সমিতি,কয়রা সরকারি মহিলা কলেজ,কপোতাক্ষ মহাবিদ্যালয়,মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয,গীতাঞ্জলী সংগীত একাডেমি,মানবকল্যান ইউনিট সহ বিভিন্ন সামাজিক সংগঠন। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ক্রীড়া অনুষ্ঠান শেষে বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার সভাপতিত্বে ও যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তৃতা করেন কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক,উপজেলা কৃষি অফিসার এস এম মিজান মাহমুদ,মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ এ্যাড. কেরামত আলী,কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, আলহাজ্ব আমির আলী গাইন,আঃ ছাত্তার পাড়,আব্দুল্যাহ আল মামুন লাভলু,ডেপুটি কমান্ডার লুৎফর রহমান,বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুবুর রহমান,হুমায়ুন কবির মধু প্রমুখ। বিকেলে উপজেলা পরিষদ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ শেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক। অপরদিকে বেলা ১১ টায় কয়রা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জি এম মোহসিন রেজা।