কয়রা প্রতিনিধিঃ পৌষের শেষে শৈত্য প্রবাহ বেড়ে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে সমুদ্র উপকুলবর্তী কয়রা উপজেলায়। গত শুক্রবার থেকে কনকনে শীতে আক্রান্ত হয়ে উপজেলা সাস্থ্যকমপ্লেক্সে ৬ জন শিশুসহ ৩ জন বৃদ্ধ ভর্তি হয়েছে। শীত প্রকোপে শিশু রোগীর সংখ্যাা সাস্থ্যকমপ্লেক্সে ক্রমাগতই বাড়ছে। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা ও ঋতু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে ব্যর্থ হয়ার কারণেই শিশুরা বেশী অসুস্থ হচ্ছে। তবে সোমার থেকে কনকনে শীতের তীব্রতা বিগত দুই দিনের চেয়ে বেড়ে যাওয়ায় আরো মানুষ আক্রান্ত হতে পারে বলে ধারণা করছেন অভিজ্ঞ মহল। এদিকে শীত উপলক্ষ্যে কয়রা উপজেলা পরিষদ বিভিন্ন ইউনিয়ন পরিষদের মাধ্যমে শীতার্থ মানুষের মাঝে ১৪৫০ টি কম্বল বিতরণ করা হয়েছে। এর মধ্যে ্আমাদী ইউনিয়নে ১৭০, বাগালী ১৭০, মহেশ্বরীপুর ১৭০, মহারাজপুর ১৭০, কয়রা সদর ১৭০, উত্তর বেদকাশী ৯০ এবং দক্ষিণ বেদকাশী ইউনিয়নে ১১০ টি কম্বল বিতরণ করা হয়েছে। এবং ৪০০ পিচ কম্বল উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মাননীয় সংসদ মহোদয়ের মাধ্যমে বিতরণ করা হয়েছে। এ বিষয় উপজেলা চেয়ারম্যান মাওঃ আ খ ম তমিজ উদ্দীন এ প্রতিবেদককে জানান শীতের তীব্রতা যেভাবে বাড়ছে তাতে আইলা দূর্গত কয়রার প্রত্যন্ত গ্রামগুলিতে অসহায় পরিবারে শিশু ও বৃদ্ধদের ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।