কয়রায় শেখ বাড়িয়া নদীর অবৈধ দখলদার উচ্ছেদ

প্রকাশঃ ২০১৮-০৩-০৭ - ২১:০৫

কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহারাজপুর ইউনিয়নের শেখ বাড়িয়া (বদ্ধ) নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। জানাগেছে, ৪নং কয়রার মৎস্যজিবী সমবায় সমিতি লিঃ এর অনুকুলে ৬৬.৪১ একর শেখ বাড়িয়া (বদ্ধ) জলমহলটি বাংলা ১৪২১-১৪২৬ সাল পর্যন্ত ইজারা প্রদান করেন সরকার। তারপর হতে গতকাল উচ্ছেদের পূর্ব পর্যন্ত জোরপূর্বক দখলে রেখেছিল মহারাজপুর গ্রামের শফিকুল ইসলাম, ইসমাইল সানা, মঠবাড়ি গ্রামের রফিকুল ইসলাম বিশ্বাস, আবুল গাজী ও আল-আমিন গাজী। এরপর ইজারা গ্রহিতা অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন করলে জেলা প্রশাসকের আদেশ প্রাপ্ত হয়ে গত মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিমুল কুমার সাহার নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ ও নদীতে থাকা নেট-পাটা এবং সরকারি জায়গায় নির্মিত ঘর অপসারণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।