কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় আইআরভি,ইউএনডিপি ও হ্যাকসইপারের উদ্যোগে আদিবাসি সদস্যদের জীবন মান উন্নয়নের লক্ষে বিভিন্ন একটরদের সাথে সংযোগ উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১০ টায় কয়রা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্যানেল চেয়ারম্যান মোস্তফা নাজমুচ্ছাদাতের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কপোতাক্ষ কলেজের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল। আইআরভির কর্মসুচী সম্বনয়কারি মেরিনা পারভীন যুথির পরিচালনায় এতে অতিথি হিসাবে বক্তৃতা করেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, প্রভাষক চন্দ্রন মন্ডল,প্রানী সম্পদ অফিসের শুধাংশ কুমার মন্ডল,ইউপি সদস্য রোকনুজ্জামান,সমাজ সেবক ইমদ্দাুল হক টিটু। অন্যান্যোদের মধ্যে বক্তৃতা করেন ডিপো মালিক মোঃ হুমায়ুন কবির হিরো,খামারী মালিক মাসুম বিল্যাহ,আইআরভির দেব মন্ডল,ফরাহ-বী-তাবাসসুম,নরেশ চন্দ্র মন্ডল,নিারপদ মুন্ডা,আদিবাসি সদস্য জুলি মাহাতো,মহেন্দ্র মুন্ডা প্রমুখ। কর্মশালায় সরকারি কর্মকর্তা,সাংবাদিক,জনপ্রতিনিধি,ব্যাবসায়ী সহ আদিবাসি সদস্যরা অংশ গ্রহন করেন।