কয়রা : বাংলাদেশ স্কাউটস কয়রা উপজেলা শাখার উদ্যোগে ৫ দিনব্যাপী স্কাউট সমাবেশ ও মহাতাবু জলসা অনুষ্ঠিত হচ্ছে। গত শনিবার সকাল ১০ টায় মদিনাবাদ মডেল সরকারি প্রাথমিক ও সরকারি মডলে মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সমাবেশের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কাউটস কয়রা উপজেলার শাখার সহ-সভাপতি ও সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খায়রুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কাউট সমাবেশের শুভ উদ্বোধন করেন কয়রা থানা অফিসার ইনচার্জ এবিএমএস দোহা (বিপিএম)। সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে স্কাউটদের উদ্যেশে বলেন, স্কাউটের মূল লক্ষ্য হলো স্থানীয়, আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে তাকে সুন্দর চরিত্র গঠন তার মনন ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা। স্কাউটের মটো হলো সেবা। তাবুবাসে স্কাউট সদস্যরা সামাজিক কার্যক্রম, দূর্নীতি মুক্ত সমাজ গড়া ও নিজেকে চরিত্রবান হিসেবে গড়ে তুলাসহ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মানুষ হওয়ার শিক্ষা অর্জন করতে শিক্ষতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস কয়রা উপজেলার কমিশনার এস নুর মোহাম্মাদ মোস্তফা, সহ-সভাপতি শহীদ সরোয়ার, সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক এসএম এস্কেদার আলী, সহকারি কমিশনার দীপক কুমার মিস্ত্রি, লক্ষী রানী রায়,জেলা স্কাউটস লিডার আঃ রাজ্জাক,শামীম আখতার প্রমুখ। ৫ দিন ব্যাপী এই স্কাউটস সমাবেশে উপজেলার ৪৩ টি মাধ্যমিক ও মাদ্রাসার ৩৪৪ জন স্কাউটার শহীদুল্লাহ কায়সার, মুনির চৌধুরী, আনোয়ার পাশা ও সেলিনা পারভীন বুদ্ধিজীবিদের নামে সাব ক্যাম্পে অংশ গ্রহন করেছেন।