কয়রায় হোসনেয়ারা ও নাজমুন্নাহার নির্বাচিত

প্রকাশঃ ২০১৮-০১-২৯ - ১৯:২৯

কয়রা প্রতিনিধিঃ কয়রা উপজেলা পরিষদে সংরক্ষিত মহিলা সদস্য পদে উপজেলার ৭টি ইউনিয়নের ২১ টি সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচিত মহিলা সদস্যদের ভোটে মোছাঃ হোসনেয়ারা খাতুন ও মিসেস নাজমুন্নাহার উপজেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। সোমবার সকাল ৮ টা থেকে বিরতিহীন ভাবে বেলা ২ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। উক্ত নির্বাচনে উপজেলার ১নং আমাদী, ২নং বাগালী ও ৩ নং মহেশ্বরীপুর ইউনিয়ন নিয়ে গঠিত ১নং ব্লকে মোছাঃ হোসনেয়রা খাতুন আগেই বিনা প্রতিদ্বন্নিতায় নির্বাচিত হয়েছেন এবং ৪নং মহারাজপুর, ৫নং কয়রা সদর, ৬নং উত্তর বেদকাশি ও ৭নং দক্ষিণ বেদকাশি ইউনিয়ন নিয়ে গঠিত ২নং ব্লকের সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এখানে ২ জন প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্নীতা হয় এবং মহারাজপুর ইউনিয়নের সংরক্ষিত ২নং (৪,৫ও ৬)ওয়ার্ডের মহিলা সদস্য মিসেস নাজমুন্নাহার ১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটম প্রতিদ্বন্নী উত্তর বেদকাশি ইউনিয়নের সংরক্ষিত ৩ নং ওয়ার্ডে মহিলা সদস্য নিলীমা চক্রবর্তী পেয়েছেন ১০ ভোট। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলাম এ নির্বাচন পরিচালনা করেছেন। উক্ত নির্বাচনে উপজেলার ২১ টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্যরা ভোট প্রদান করেছেন এবং শান্তিপূর্নভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বাগালী ইউপি চেয়ারম্যান আঃ সাত্তার পাড় ও মহারাজপুর ইউপি চেয়ারম্যান জিএম আব্দুলাহ আল মামুন লাভলু সংশ্লিষ্ঠ কতৃপক্ষকে অভিন্দন জানিয়েছেন।